Friday, November 21, 2008

বিশ্ব টয়লেট দিবস

Water Partners থেকে একটা মেইল গত ২০ তারিখে পেয়েছিলাম। (পোস্ট দেয়ার ইচ্ছা ছিল, কিন্তু সময় পাই নি)। তারা ১৯ নভেম্বর তারিখে বিশ্ব টয়লেট দিবস পালন করেছে। তাদের মনে সংশয় ছিল যে হয়তো অনেকে তাদের এই চিন্তাকে রসিকতা হিসেবে মনে করতে পারে। সে জন্য মেইলের প্রথমে উল্লেখ ছিল: "It is no joke. Today we celebrate World Toilet Day and the incredible value of the can. Call it what you will – the pot, the loo, the throne, the latrine, the water closet, the bog – it’s one of the most important inventions in history."

তাদের যুক্তিগুলো গ্রহণযোগ্য। কেন এরকম একটা দিনের প্রয়োজন দেখা দিল সে সম্পর্কে কিছু বলতে গিয়ে তারা বলেছে:
বিশ্বের বেশিরভাগ রোগের সংক্রমণ ঘটে মানবশরীরের বর্জ্য পদার্থ থেকে। বিশ্বের মোট জনসংখ্যার ৪২ ভাগ অর্থাৎ ২.৫ বিলিয়ন মানুষ এখনও স্যানিটারি সুবিধার আওতায় আসেনি। ১.২ বিলিয়ন মানুষের কোন টয়লেট নেই। মাটিতে মলত্যাগ করার জন্য কোন গর্ত নেই, কোন পিট ল্যাট্রিনও তাদের নেই। প্রত্যেক বৎসর ১.৮ মিলিয়ন শিশু ডায়রিয়াতে মারা যায়, প্রতিদিন মারা যায় ৪.৯০০ শিশু।

এই অবস্থায় আমরা যারা সচেতন বলে নিজেদেরকে মনে করি, তাদের করার আছে অনেক কিছু।
  • বিস্তারিত তথ্য পড়ুন ওয়াটার পার্টনারস এর ওয়েবসাইটে
  • পৃথিবীর বিভিন্ন রকমের ল্যাট্রিনের ছবি রয়েছে এখানে

0 টি মন্তব্য:

Post a Comment

আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।