Friday, June 6, 2008
১০০ বৎসর বয়সী বাল্ব
গতমাসের একটি খবর সবার দৃষ্টি আকর্ষণ করেছে। আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লিভারমোর ফায়ার সার্ভিসের একটি বাতি গত ১০৭ বৎসর ধরে জ্বলছে। বৎসরের সংখ্যাটি সত্যিই অবাক করার মত। কারণ সাধারণত বৈদ্যুতিক বাতির আয়ু এত বেশি হয় না। আধুনিক কালের বাল্বগুলোও এতদিন টেকে না। সেখানে কার্বন ফিলামেন্টে তৈরি পুরনো একটি বাল্ব এত বৎসর ধরে জ্বলছে বিষয়টি সত্যিই মনোযোগ না কেড়ে পারে না।
১৯০১ সালে লিভারমোর ফায়ার সার্ভিসের অফিসে এটা লাগানো হয়। ঠিক কি কাজের দায়িত্ব বাল্বটির উপর ন্যস্ত ছিল তা খবরে বিস্তারিত বলা নেই। তবে ধারণা করি আলো বিতরণ করা নয় শুধুমাত্র বিদ্যুতের উপস্থিতি নিশ্চিত করা এর প্রধান দায়িত্ব ছিল। কারণ বাল্বটির আলো প্রজ্জ্বলন ক্ষমতা বেশি নয় (খবরে বাল্বটির ওয়াট উল্লেখ নেই), ছবি দেখে বোঝা যায় শুধুমাত্র টিমটিম করে এটা জ্বলত। অনেকটা নিয়ন বাতির মত শুধুমাত্র ফিলামেন্টটা আলোকজ্জ্বল হয়ে থাকত। আলোর রোশনাই চারপাশে ছড়াতো না।
খবরে বলা আছে লিভারমোর দমকল অফিসের কর্মীরা এই বাল্বটিকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করত। তাই কোন কারণে যদি নষ্ট হয়ে যায় সেই আশঙ্কায় বাল্বটি তারা পরিষ্কার করত না। নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় এটা কখনও বন্ধ করা হয় নি। শুধু ১৯৭৬ সালে দমকল অফিসটি পাল্টানোর সময় সকেটের গোড়া থেকে তার কেটে বাল্বটিকে স্থানান্তর করা হয়েছে। তখন মাত্র ১০ মিনিটের জন্য বাল্বটি বন্ধ ছিল। প্রযুক্তির এটা এক বিস্ময়কর খবরই বটে!
উল্লেখ্য যে বাল্বটির গুণের খবর চাপা থাকেনি। গীনেস রেকর্ড বুক বাল্বটিকে তাদের বইয়ে জায়গা দিয়ে বাল্বটির গুণকে স্বীকৃতি দিয়েছে।
এই বাল্বটিকে উদ্দেশ্য করে একটি ওয়েব সাইট খোলা হয়েছে। বিস্তারিত জানা যাবে এখানে।
Subscribe to:
Post Comments (Atom)
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।