Tuesday, June 3, 2008

বর্ণান্ধতার পরীক্ষা

যাদের চোখে রং দেখার বা চেনার কোন সমস্যা নেই তারা নিচের ছবির সংখ্যাগুলি অনায়াসে স্পষ্ট দেখতে পাবে। কিন্তু কেউ যদি সংখ্যাগুলো দেখতে না পারে তাহলে তাকে বর্ণান্ধ না বলে উপায় থাকবে না। সাধারণ জীবন যাপনে এর কোন খারাপ প্রভাব নেই। তবে কিছু কিছু কাজ বা চাকুরি আছে যেগুলোতে এই ধরণের সমস্যায় আক্রান্ত ব্যক্তিদেরকে অযোগ্য বলে মনে করা হয়।
সাধারণত এশিয়ার ৪%-৬% মানুষ, ইউরোপে ৬%-৮% মানুষ এবং আফ্রিকার ২%-৪% মানুষের চোখে বর্ণচেনার সমস্যা রয়েছে।
এই পরীক্ষাটি নিজে নিজেই করা যায়। নীচের ছবিটি মনোযোগের সাথে লক্ষ্য করুন। প্রয়োজনবোধে ছবিটির উপর ক্লিক করে তাকে একটু বড় করে নিন। এবার দেখুনতো পাশে লেখা সংখ্যাটি বর্ণিল বিন্দুর গোলকের মধ্যে দেখতে পান কি না?

0 টি মন্তব্য:

Post a Comment

আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।