Saturday, May 24, 2008

রং পরীক্ষা

শব্দরং পরীক্ষা: নিচের রংগুলোর নাম পড়া যাবে না। রংটা বলতে হবে। কাজটা সত্যিই কঠিন।

হলুদ নীল কমলা
কাল লাল সবুজ
গোলাপী হলুদ লাল
কমলা সবুজ কাল
নীল লাল গোলাপী
সবুজ নীল কমলা

এটা ভাষার এক ধরণের মন:সমীক্ষা। এটা বেশ কঠিন। কারণ মগজের রংচেনা এবং ভাষা উচ্চারণের অংশ আলাদা। মগজ রং দেখবে নাকি শব্দটাকে উচ্চারণ করবে এ নিয়ে একটু বিভ্রান্তিতে ভোগে। লিখিত শব্দটিকে উচ্চারণ করতে চায় কিন্তু যদি শব্দটির রং বলতে বলা হয় তাহলেই দেখা দেয় সমস্যা।

0 টি মন্তব্য:

Post a Comment

আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।