
নিজের এবং পরিবারের তথা পরবর্তী বংশধরের নিরাপত্তার জন্য প্রাণিদেরকে বিভিন্ন রকম পদ্ধতির আশ্রয় গ্রহণ করতে হয়। লক্ষ লক্ষ বৎসরের অভিযোজন তাদের বহিরঙ্গে কিছু পরিবর্তন এনে দেয়। উপরের ছবিতে জেব্রাদের পরস্পরের গায়ের রঙ এমনভাবে মিশে গেছে যে ঠিক কয়টি জেব্রা আছে তা বের করা কঠিন। আবার নির্দিষ্ট কোন একটি জেব্রাকেও সহজে চোখে নাও পড়তে পারে। শিকারী প্রাণি বিশেষত সিংহের প্রিয় খাদ্য হল এই জেব্রা। আর সহজে শিকারের জন্য বাচ্চা জেব্রা খুব উপযুক্ত। কিন্তু উপরের ছবির বাচ্চা জেব্রাটি এমনভাবে পরিবারের বড়দের গায়ের সাথে মিশে গেছে যে চট করে তাকে চোখে পড়ে না। ক্ষুধার্ত সিংহের পক্ষে তাকে চিহ্নিত করাও কঠিন। সাদা-কালো রঙের মিশ্রণ বাচ্চা জেব্রাটিকে অনেকটাই নিরাপত্তা দিয়েছে। ছবিতে কয়টি জেব্রা আছে? ৮টি নাকি ৯টি?
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।