প্রাণীরা নিজের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন রকম পদ্ধতি গ্রহণ করে। প্রকৃতি তাদের মধ্যে এই বিশেষ বৈশিষ্ট্য তৈরি করে দেয়। এর মধ্যে একটি হচ্ছে গায়ের রঙ এবং ডিজাইন। এই বিশেষ রঙ ও ডিজাইন শিকারী প্রাণীর হাত থেকে বাঁচবার জন্য খুব কাজে লাগে। প্রকৃতির মধ্যে তারা এমনভাবে মিশে থাকে যে শিকারী প্রাণী নির্দিষ্ট করে তাকে চিহ্নিত করতে পারে না। এই সুযোগটার জন্যই প্রকৃতির যাবতীয় যত আয়োজন। আজকের ছবিটিতে দেখা যাচ্ছে চড়ুই পাখিটি তার গায়ের রঙের কারণে মাটির শুকিয়ে যাওয়া বিভিন্ন পাতার সাথে এমনভাবে মিশে আছে চট করে তাকে চোখে পড়ে না। বিভিন্ন শিকারী পাখির দৃষ্টিকে ধোঁকা দেয়ার জন্য চড়ুই পাখির গায়ের রঙ তাকে বিশেষ নিরাপত্তা দেয়।
Monday, May 12, 2008
নিরাপত্তার জন্য বর্ণ ১
বিষয়:
পাখি,
প্রাণিবিজ্ঞান
Subscribe to:
Post Comments (Atom)
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।