Sunday, May 11, 2008

সাঁতারু ডাইনোসর

বিভিন্ন সিনেমা ও বইপত্র ঘেঁটে নানারকমের ডাইনোসরকে আমরা চিনে ফেলেছি। এর মধ্যে সাঁতারু ডাইনোসর এর নাম এতদিন ছিল না। কিন্তু বিজ্ঞানীরা ওয়াইওমিং (Wyoming) এ এক নতুন ধরণের ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কার করেছে। ধারণা করা হচ্ছে প্রায় ১৬ কোটি ৫০ লক্ষ বৎসর আগে এরা সানন্দে সাঁতার কেটে বেড়াত।

ধারণা করা হয় এদের উচ্চতা ৬ ফুট ছিল। বর্তমানকালের উটপাখির সমান। এরা ছিল মাংসাশী। বেশিরভাগ সময় নদী বা সাগরের মাছ খেয়েই জীবনধারণ করত।

এর আগে বিজ্ঞানীরা সাঁতারু ডাইনোসরের উপস্থিতির কথা ভেবেছিলেন। কিন্তু সে বিষয়ে গবেষণা বেশিদূর এগোয়নি। এজন্য এদের কোন নামকরন করা হয়নি।

এই সাঁতারু ডাইনোসরদের মধ্যে পাখীর প্রাথমিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। মনে করা হয় পাখি যে প্রজাতি থেকে বিবর্তিত হয়েছে এরাও সেই একই প্রজাতির অংশ। দানবীয় মাংসাশী ডাইনোসর টি-রেক্স (টাইরানোসরাস রেক্স) থেকে এদের বৈশিষ্ট্য একেবারে অন্যরকম।

এদের পায়ের ছাপ যেখানে পাওয়া গিয়েছে সেখানে আরও নানারকম মধ্য জুরাসিক যুগের প্রাণীর পায়ের ছাপ ছিল। এ থেকে বোঝা যায় এরা একা একা বাস করত না। সামাজিক জীব ছিল।


0 টি মন্তব্য:

Post a Comment

আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।