৯০০০ বৎসর ধরে ঘুমন্ত থাকার পর চিলির চাইটেন (Chaitén) আগ্নেয়গিরি আড়মোড়া ভেঙ্গেছে। গত ২ মে তারিখে প্রচণ্ড বিস্ফোরণ সহযোগে চারপাশে লাভা, ছাই ও ধুলি ছিটিয়ে এই খবর সে নিজেই জানান দিয়েছে।
বিস্ফোরণের তীব্রতায় ছাই, লাভাগুলো ১২ মাইল (১৯ কিলোমিটার) দূরে পর্যন্ত ছিটকে পড়েছে। চিলির সরকার আশেপাশের ৪০০০ মানুষকে নিরাপদে সরিয়ে নিতে পেরেছে।
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।