ইতিহাসে বেশ কিছু ঝড়ের নাম আছে যেগুলো এই বাংলাদেশ অঞ্চলের প্রভুত ক্ষতি সাধন করেছিল। সেই সব বিখ্যাত ঝড়গুলোর তালিকা সংক্ষেপে নিচে দেয়া হল। সংগ্রহ করা হয়েছে যায় যায় দিন পত্রিকার ৪ এপ্রিল ২০০৮ সংখ্যা থেকে।
১৫৮৪: বাকেরগঞ্জ ও পটুয়াখালী জেলায় আঘাত হানে। বজ্রবিদ্যুতসহ হারিকেনের বৈশিষ্ট্য সংবলিত এ ঝড় পাঁচ ঘন্টা স্থায়ী হয়। মানুষ ও গৃহপালিত জীব মিলিয়ে ২০ হাজারের বেশি প্রাণহানি ঘটে।
১৭৯৭: চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে বয়ে যায়। সাধারণ ঘরবাড়ি মাটির সঙ্গে মিশে যায় এবং চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজ নিমজ্জিত হয়।
১৮২২: বরিশাল, হাতিয়া দ্বীপ ও নোয়াখালী জেলায় আঘাত হানে। ৪০ হাজার মানুষ ো এক লাখ গবাদি পশুর প্রাণহানি ঘটে।
১৮৩১: বরিশাল অঞ্চল আক্রান্ত হয়। প্রাণহানি ঘটে সামান্য।
১৮৭২: কক্সবাজারে আঘাত হানে। বহু প্রাণহানি ঘটে।
১৮৭৬: মেঘনা মোহনা এবং চট্টগ্রাম, বরিশাল ও নোয়াখালী জেলায় আঘাত হানে। প্রায় দুই লাখ লোক মারা যায়।
১৮৯৭: চট্টগ্রাম ও কুতুবদিয়া দ্বীপে আঘাত হানে। ৩২ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
১৮৯৮: টেকনাফে আঘাত হানে। ক্ষয়ক্ষতির সঠিক হিসাব জানা যায়নি।
১৯০৪: সোনাদিয়া দ্বীপে আঘাত হানে। ১৪৩ জনের জীবনহানি ঘটে।
১৯০৯: খুলনা অঞ্চলে আঘাত হানে। ৬৯৮ জন মানুষ ও ৭০ হাজারেরও বেশি গবাদি পশুর প্রাণহানি ঘটে।
Friday, April 18, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।