
ইটালীর মন্টোভা শহরের বাহিরে একটি বিল্ডিং এর কাজ চলার সময় শ্রমিকেরা এই কংকাল দৃটি আবিষ্কার করে। ধারণা করা হয় কংকালদুটো ৫০০০ থেকে ৬০০০ বছরের পুরনো। তাদের দাঁত পরীক্ষা করে দেখা গেছে তারা বয়সে তরুণ ছিল। নিওলিথিক যুগের এই দম্পতি পরস্পরকে আলিঙ্গন করে পরপারের পথে যাত্রা করেছে। তারা কেন মারা গেছে তা অবশ্য আবিষ্কার করা যায়নি।
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।