
রসায়নের ছাত্রের কাছে মৌলিক পদার্থের পিরিয়ডিক টেবিল (Periodic Table) খুবই প্রয়োজনীয় একটি তথ্যভাণ্ডার। ইন্টারনেটেরও একটি পিরিয়ডিক টেবিল (Periodic Table of the Internet) তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন গ্রুপে ওয়েবসাইটগুলোকে ভাগ করা হয়েছে। সার্চ ইঞ্জিন, ওয়েবসাইট টুলস, এগ্রিগেটর, ব্লগটুল, অপারেটিং সিস্টেম প্রভৃতি ভাগে বিভক্ত করে পেজ র্যাঙ্কিং এর ভিত্তিতে এই টেবিলটি তৈরি করা হয়েছে।
মূল টেবিলটির লিংক।
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।