Thursday, August 7, 2008

সার্টসে দ্বীপ

সম্প্রতি কয়েকটা বিস্ময়কর প্রাকৃতিক স্থানকে ইউনেস্কো (Unesco) বিশ্ব ঐতিহ্যের অংশ (World Heritage) হিসেবে তালিকাভুক্ত করেছে। এদের মধ্যে একটি হল আইসল্যান্ডের সার্টসে দ্বীপ (Surtsey island)। আইসল্যান্ডের (Iceland) দক্ষিণ উপকূলের ২০ মাইল (৩২ কি.মি) দূরে এই দ্বীপটি অবস্থিত। ১৯৩০ সালে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপের সৃষ্টি হয়েছে। এই দ্বীপে কিভাবে বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ তাদের বসতি তৈরি করছে তা জানার জন্য বিজ্ঞানীরা ২০০৮ সালের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সেখানে দুটো গবেষণাগার স্থাপন করেছে।

১৯৬৪ সালে সমুদ্রের স্রোতে ভেসে সেখানে প্রথম বীজ পৌঁছায়। একই বৎসরে সেখানে বিভিন্ন ছত্রাক, ব্যাকটেরিয়া তাদের বংশবিস্তার শুরু করে। ইতিমধ্যে দ্বীপটি বিভিন্ন ধরণের গাছ ও অমেরুদণ্ডী প্রাণি দিয়ে ছেয়ে গেছে।। এ পর্যন্ত ৮৯ প্রজাতির পাখি সেখানে বসতি গেছে। পাখির প্রজাতির সংখ্যা দ্বীপটিতে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।
তথ্যসূত্র: nationalgeographic.com

0 টি মন্তব্য:

Post a Comment

আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।