Friday, April 25, 2008

ম্যালেরিয়া দিবস

আজ ম্যালেরিয়া দিবস। ২০০৭ সালের মার্চ মাসে হু এর ৬০ তম অধিবেশনে বিশ্ব ম্যালেরিয়া দিবস দিবস এর ধারণাটিকে গ্রহণ করা হয়।

ম্যালেরিয়া এখনও প্রান্তিক মানুষের কাছে মৃত্যুর বার্তা নিয়ে আসে। প্রত্যেক বৎসর ৩৫০ মিলিয়ন থেকে ৫০০ মিলিয়ন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয় এবং তার মধ্যে ১ মিলিয়ন মানুষ এই রোগে মারা যায়। আফ্রিকাতে এই রোগের প্রকোপ অত্যন্ত বেশি। সেখানে প্রত্যেক ৩০ সেকেন্ডে একজন মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ম্যালেরিয়া রোগকে সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব হয়েছে। কিন্তু আফ্রিকায় ম্যালেরিয়া এখনও সদর্পে তার রাজত্ব বিস্তার করেই চলেছে। বিশেষত সাহারা মরুভূমি সংলগ্ন দেশগুলো ম্যালেরিয়ার অবাধ রাজত্বের জন্য উপযোগী। ৫ বৎসর বয়সের কম শিশু ম্যালেরিয়ার আক্রমণের প্রধান শিকার। ম্যালেরিয়া আক্রান্ত গর্ভবতী মায়েরা মারাত্মক রকমের রক্তশূন্যতায় ভুগে থাকে।

রুয়ান্ডা, ঘানা, ক্যামেরুন, ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, এঙ্গোলা, মালি প্রভৃতি দেশের সরকার ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিসেপ ও হু এর সহায়তায় ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

রুয়ান্ডা, ঘানা, ক্যামেরুন, ইথিওপিয়া, সেনেগাল, নাইজেরিয়া, এঙ্গোলা, মালি প্রভৃতি দেশের সরকার ম্যালেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য ইউনিসেপ ও হু এর সহায়তায় ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ম্যালেরিয়া রোগ প্রতিরোধে ঘানা একটি দারুণ কার্যকরী উপায় বের করেছে। তারা বসতবাড়ির চারপাশে নিম গাছ লাগিয়েছে। এছাড়াও নিমের পাতা চায়ের মত গরম জলে ফুটিয়ে সপ্তাহে একবার পান করলে লিভারকে সুস্থ রাখা যায়।

পাশের ছবির কমলা রঙের দেশগুলিতে ম্যালেরিয়া রোগের প্রকোপ বেশি দেখা যায়।
ছবি: www.rollbackmalaria.org

0 টি মন্তব্য:

Post a Comment

আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।