
এ প্রসঙ্গে ব্রিস্টল ইউনিভার্সিটির ড. সিমন ব্রাডি বলেন- "This is an amazing discovery. We have known for some time that the fossil record yields monster millipedes, super-sized scorpions, colossal cockroaches, and jumbo dragonflies, but we never realised, until now, just how big some of these ancient creepy-crawlies were."
এই বৃশ্চিকটি এত বড় কেন হয়েছে সে সম্পর্কে বিজ্ঞানীরা নিশ্চিত করে কিছু বলতে পারছেন না। কেউ কেউ ধারণা করেছেন যে সে সময়ের আবহাওয়ায় অক্সিজেন এর পরিমাণ বেশি থাকার কারণে কোন কোন প্রাণীর আকার বড় হয়ে যেতে পারে।
কম্পিউটারে তৈরিকৃত ছবিতে দেখা যাচ্ছে যে এই দানবীয় সামুদ্রিক বৃশ্চিকটি আকার ও আয়তনে মানুষের চাইতেও বিশালাকার ছিল।
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।