
চিকিৎসাবিজ্ঞান, জীবন এবং শিল্পকে সাথী করে ওয়েলকাম কালেকশন গড়ে উঠেছে। মানবজীবনের বিভিন্ন অবস্থাকে আবিষ্কার করতে ওয়েলকাম কালেকশনের বিকল্প খুবই কম। ওয়েলকাম কালেকশন আসলে চিত্র প্রদর্শনী, বিভিন্ন সক্রিয়তা এবং পারস্পরিক আলোচনার একটি সংস্থা যেখানে মানবীয়তা বলতে কি বোঝায় তাই বিশ্লেষণ করা হয়।
স্যার হেনরী ওয়েলকাম এর স্বপ্ন ছিল এমন একটি জায়গার যেখানে মানুষ চিকিৎসাবিজ্ঞান এবং মানুষের সুস্থ্যতা বিষয়ে মত বিনিময় করতে পারবে, ইতিহাসে ঔষধ এবং মানবজীবনের মধ্যে যে সম্পর্ক তা আবিষ্কার করতে পারবে।
এদের মূল অফিস রয়েছে মধ্য লন্ডনে।
কৃতজ্ঞতা: welcomecollection
0 টি মন্তব্য:
Post a Comment
আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।