Tuesday, March 11, 2008

২০১০ সালের সূর্যগ্রহণ

২০১০ সালের সূর্যগ্রহণ

২০০৯ সালের সূর্যগ্রহণের পর বাংলাদেশ থেকে পরবর্তী ১০০ বৎসর আর কোন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না। কিন্তু বিশ্বের অন্যান্য জায়গা থেকে যথারীতি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। তেমন একটি সূর্যগ্রহণ হবে ২০১০ সালে ১১ জুলাই তারিখে। এই সূর্যগ্রহণটা সম্পূর্ণরূপে দেখা যাবে পৃথিবীর দক্ষিণাঞ্চল থেকে। পাশের ছবিটা দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

লক্ষ্য করা যাচ্ছে যে, একেবারে দক্ষিণ মেরুর কোল ঘেঁষে এই সূর্যগ্রহণ পূর্ণরূপ গ্রহণ করবে। অস্ট্রেলিয়ার অল্প কিছু অঞ্চল ছাড়া আর যে জায়গাগুলো থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে সেই স্থলভাগগুলো মূল ভূখণ্ড নয়। সাগরের উত্তাল জলরাশির মাঝে জনবিরল প্রান্তরে ২০১০ সালের ১১ জুলাই ঘটতে যাওয়া সূর্যগ্রহণটি সংঘটিত হবে। কিছু আদিবাসী অধ্যুষিত দ্বীপ রয়েছে সাগরের এই অংশে। এই দ্বীপগুলোতে সুর্যগ্রহণ প্রেমিক, প্রকৃতিবিজ্ঞানী, গবেষক, প্রমুখ আগ্রহী পর্যবেক্ষকগণ ভীড় জমাবেন।

বিস্তারিত তথ্য রয়েছে এখানে

0 টি মন্তব্য:

Post a Comment

আপনার প্রাসঙ্গিক মন্তব্য, ভাবনা, ভিন্নমত প্রকাশ করুন। প্রকাশ্যে মন্তব্য করতে না চাইলে ইমেইল করুন।